Header Ads

Header ADS

কি ছিল মুসলিমরা , আর কোথায় গেছে!


সিন্ধু থেকেই হিন্দু শব্দের উৎপত্তি , সেই সিন্ধুর রাজা দাহিরের রাজ্যে যখন মুসলিম নারীরা জলদস্যু কতৃক নির্যাতিত হন এবং দাহির তার কোন বিহিত করতে অস্বীকার করেন ।

তখন মুহম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করেন। সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারতে ৭০০ বছরের মুসলিম শাসনের সুত্রপাত ঘটে।

ভারতের ইতিহাসে সব দিক দিয়েই স্বর্নালি যুগ ছিল সেই সাতশ বছর। ভারত ছিল বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি।

ফ্রান্স, ব্রিটিশ, ওলন্দাজ, পর্তুগিজরা যে ভারত জয় করতে নিজেদের সর্বশক্তি ব্যয় করেছিল, সেটা গোপুজারীদের তৈরী করা ভারতের জন্য নয়।

মুসলিমদের তৈরী করা ভারতের জন্য। এমনকি বৃটিশ শাসনকালেও নিজামে হায়দ্রাবাদ ছিল বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র।

সুলতান সালাহউদ্দিন আয়ুবী নিজ হাতে ক্রিশ্চিয়ান নাইট রেনাল্ড ডি শ্যাটিলিয়ানকে হত্যা করেন।

কারন সালাহউদ্দিন আয়ুবীর বোনকে, পরিচয় দেয়ার পরে আরো বেশি উৎসাহ নিয়ে রেনাল্ড হত্যা করে।

স্পেনকে আটশ বছর শাসন করেছে মুসলিমরা। তখন স্পেন ছিল ইউরোপের সবচেয়ে উন্নত রাষ্ট্র। জ্ঞান বিজ্ঞান ও অর্থনীতির দিক থেকে।

এখন পর্তুগাল স্পেনে মসজিদ খুজে পাওয়া যাবে না। বার্বার নওমুসলিম তারিক বিন জিয়াদ মরক্কো থেকে জিব্রাল্টার প্রনালী পার হয়ে স্পেন গিয়ে সব নৌকা পুড়িয়ে ফেলেন যাতে ফিরতে না পারেন।

 তিনি তার সৈন্যদের বলেন , পিছনে সমুদ্র ফিরে যাওয়ার পথ বন্ধ, সামনে শত্রু। শহীদ অথবা গাজী হওয়া ছাড়া অন্য বিকল্প নেই।

 রোমানরা দুইশ বছরে যে উপদ্বীপ জয় করে, তারিক বিন জিয়াদ প্রথম আক্রমনেই সেই স্পেন কব্জায় আনেন।

আস্তে আস্তে মুসলিমরা স্পেনকে ইসলাম ও সেকুলার দুই জ্ঞান বিজ্ঞানেরই কেন্দ্র হিসেবে গড়ে তুলেন।

ইউরোপের ভিয়েনা গেইট পর্যন্ত শাসন করা মুসলিমদের লাস্ট ২০০ বছর হচ্ছে চুড়ান্ত অত্যাচারিত হবার ইতিহাস, অপমানের ইতিহাস।

এরা ভিয়েনা হারিয়েছে, স্পেন হারিয়েছে, ভারত হারিয়েছে, পুরো আরব উপদ্বীপ হারিয়েছে।

পংগপালের মত দেড়শ বিলিয়নেরও বেশি মুসলমান টিকে আছে পৃথিবীতে। এদের না আছে ক্ষমতা, না আছে আকিদা, না আছে জ্ঞান বিজ্ঞান।

এদের স্ট্যালিন মধ্য এশিয়ায় নির্যাতন করেছে, চাইনিজরা স্টিল করছে, আমেরিকা করছে, বৃটিশরা তো নির্যাতন করেছেই সেই সাথে সৌদি আরব সৃষ্টি করে পংগু করে দিয়েছে।

ইসরায়েল তো প্যালেস্টাইনকে ৬০ বছর ধরে মুসলিম শুন্যের দিকে নিয়ে যাচ্ছে।

 মিয়ানমার একটা দেশ , এরাও মুসলিম উজাড় করার মিশনে নেমে গেছে। নতুন মেতেছে গোপুজারী মোদি।

কি ছিল মুসলিমরা , আর কোথায় গেছে।

আফসোস ছাড়া কি আর কিছু করার নেই ?

No comments

Powered by Blogger.