Header Ads

Header ADS

সতর্ক থাকুন অতি নিকটেই মালহামা: ইমরান নযর হোসেন

সতর্ক থাকুন অতি নিকটেই মালহামা: ইমরান নযর হোসেন।
আমরা বর্তমানে খুবই খুবই মারাত্মক ঘটনার দ্বারপ্রান্তে দাঁড়াইয়া আছি । সিরিয়া সরকার  ইদলিব প্রদেশটি পুণরায় দখল করিতে চাহিতেছে । তুরষ্ক সরকারের মতে সিরিয়া সরকার ইদলিব প্রদেশটি নিজেদের দখলে নিলে লক্ষ লক্ষ উদ্বাস্তু সেখান থেকে তুরষ্কে আশ্রয় নিবে । কিন্তু ইহা প্রকৃত কারণ নহে । আর প্রকৃত কারণ হইল তুরষ্ক তাহার উসমানী সাম্রাজ্য পুণরায় ফিরাইয়া আনিতে চায় ।  তুরষ্কের প্রেসিডেন্ট এরদোগান যে ঘোষণা করিয়াছেন যে ফ্রেব্রুয়ারীর শেষের দিকে তিনি সিরিয়ায় সেনা অভিযান পরিচালনা করিবেন, তাহা যদি তিনি সত্যি সত্যি করেন তবে তাহাতে মালহামা (আরমাগেডন/৩য় বিশ্বযুদ্ধ) শুরু হইয়া যাইবে । যেই যুদ্ধে দুই পক্ষের ৯৯ ভাগ সৈন্য নিহত হইবে বলিয়া রাসুলুল্লাহ (সাঃ) ভবিষ্যতবাণী করিয়াছেন (ফোরাত নদীর তলদেশ থেকে বের হওয়া সোনার পাহাড় মানে তেলের খনি দখলের যুদ্ধ) । কারণ সিরিয়া সরকার বর্তমানে রাশিয়ার সমর্থনে চলে এবং রাশিয়া অনেক বছর আগেই তাহাদের সেনাবাহিনী নিয়া সিরিয়ায় অবস্থান করিতেছে । সিরিয়ার আকাশ রাশিয়ার বিমান বাহিনীর দখলে আছে । সুতরাং তুরষ্কের প্রেসিডেন্ট যেভাবে ঘোষণা করিয়াছেন সেভাবে যদি সিরিয়ায় সেনা অভিযান চালাইতে যান তবে তাহাকে রাশিয়ার মোকাবেলা করিতে হইবে । কিন্তু সামরিক শক্তির দিক দিয়া রাশিয়ার তুলনায় তুরষ্ক একেবারেই তুচ্ছ নগণ্য । তুরষ্কের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার কথা কল্পনাই করা যায় না ।

সুতরাং সিরিয়ায় সেনা অভিযান চালানোর আগে তুরষ্কের দরকার হইবে আমেরিকার নেতৃত্বাধীন ২৯ দেশের সামরিক জোট ন্যাটোর সাহায্য । কাজেই এতোদিন যাবত আমরা যে শুনিয়া আসিতেছিলাম যে, তুরষ্ক ন্যাটো সামরিক জোট ত্যাগ করিবে ইহা ছিল একটি ভুয়া খবর । তুরষ্ক পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সাথে থাকিতেই আরাম বোধ করে এবং ন্যাটোর সাথেই থাকিবে । এরদোগান অনেক দিন যাবতই আমেরিকা-রাশিয়া দুই দলের সাথেই প্রতারণা করিয়া আসিতেছেন এবং এখন তিনি নিজেই নিজের ফাদেঁ আটকা পড়িয়াছেন । এখন তিনি ন্যাটোকে ব্যবহার করিতে চাহিতেছেন তুরষ্কের উসমানী সাম্রাজ্য পুণরুদ্ধারের খোয়াব হাসিলের জন্য । কাজেই এখন তাহার পক্ষে ইদলিব দখলে রাখিবার জন্য সেনা অভিযান না চালাইয়া উপায় নাই । কেননা সিরিয়া যদি তাহার ইদলিব প্রদেশটি দখল করিয়া ফেলে তবে তুরষ্কের উসমানী সাম্রাজ্য পুণরায় প্রতিষ্টার স্বপ্ন হাওয়ায় মিলাইয়া যাইবে । কাজেই তুরষ্কের প্রেসিডেন্ট সিরিয়ায় সেনা অভিযানের সিদ্ধান্তে যদি অটল থাকেন, তবে শীঘ্রই আমরা দেখিতে পাইব আমেরিকা-ব্রিটেন-ফ্রান্স-ইটালী-জার্মানী ইত্যাদি দেশ হইতে ঝাকেঁ ঝাকেঁ ন্যাটো সৈন্য আসিয়া সিরিয়ার উত্তরাঞ্চলে অবতরণ করিতেছে । নবী করীম (সাঃ) ভবিষ্যতবাণী করিয়াছেন যে, রুম (পশ্চিমা খ্রিস্টানরা) আসিয়া সিরিয়ায় উপস্থিত হইলেই মালহামা শুরু হইবে । কাজেই আমরা বর্তমানে মালহামার (আরমাগেডন / তৃতীয় বিশ্বযুদ্ধের) মুখোমুখি আসিয়া দাঁড়াইয়াছি । আর মালহামার পরে কুসতুনতুনিয়া (মানে কন্সট্যান্টটিনোপোল / মানে তুরষ্ক ) বিজয় হইবে বলিয়া বিশ্বনবী (সাঃ) ভবিষ্যতবাণী করিয়াছেন । কিন্তু মুসলিম আলেম সমাজ বর্তমানে দুঃখজনকভাবে নিরব । মালহামার কথা কেউ বলিতেছেন না, কন্সট্যান্টটিনোপোল বিজয়ের কথাও কাহারো মুখে শুনিতেছি না । (২২-০২-২০২০)

মূল - আল্লামা ইমরান নজর হোসেন

অনুবাদ – বশীর মাহমুদ ইলিয়াস

No comments

Powered by Blogger.